ধর্ম এব হতো হন্তি ধর্মো রক্ষতি রক্ষিত।
(মহাভারত বনপর্ব, ৩১২/১২৮)
ধর্মকে যদি তুমি রক্ষা করো, তবে ধর্মই তোমাকে সকল দিক থেকে রক্ষা করবে; পক্ষান্তরে যদি তুমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাও, তবে ধর্মই তোমাকে নির্মম ভাবে বিনাশ করবে। তাই সর্বদা ধর্মের আশ্রয়ে থাকো।
ধর্ম নষ্ট হলে ধর্মাশ্রয়ীরও বিনাশ হয়ে থাকে, সুতরাং কখনও ধর্ম নষ্ট করতে নেই।
"সনাতন ধর্ম প্রচারে বৈদিক নির্দেশ"
ধর্ম হতেই অর্থ এবং প্রভাব আসে, ধর্ম থেকেই সুখ উৎপন্ন হয়। ধর্মের দ্বারাই জগতে সকল অভীষ্ট বস্তুর লাভ হয়; সুতরাং এ জগতে ধর্মই প্রকৃত সারবস্তু। তাই সকলেরই ধর্মের শরণে থাকার সর্বদা চেষ্টা করা উচিত।
(অরণকাণ্ড, ৯/৩০)
"সনাতন ধর্মের প্রচার"
☞ “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব” আমাদের সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রের মধ্যে থেকে যে হাজারো প্রশ্নের এক এক করে উত্তরের সন্ধান আমরা প্রতিনিয়ত করে থাকি তা মূলত সকল প্রশ্নের একমাত্র পবিত্র বেদ সনাতন ধর্মের আদি গ্রন্থ উহার স্থায়ী সমাধান দেয় সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমার লেখাগুলো আপনার ভালো লাগলে শেয়ার করে সকলকে জানানো সুযোগ করে দিন। এতে আপনার কতটুকু পূন্য হবে সেটা জানি না, তবে ধর্ম প্রচারে আপনার কোনো পাপ হবে না।
0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার