মৃত্যু সংবাদ শুনলে সনাতন ধর্ম মতে কি বলতে হয়? " ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "
☞অর্থ- তিনি দিব্যলোকে গমন করুক।
☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)
☞সংস্কৃত (স সঃ সা)
স হল উভয়লিঙ্গ
সঃ হল পুংলিঙ্গ
সা হল স্ত্রীলিঙ্গ
তাই মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয়
" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "
☞কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়া বা আমাদের অনেকেই ভূল মন্ত্র উচ্চারণ বা লিখে থাকি তা হল..
ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু
স্ব অর্থ নিজে
তাহলে অর্থ হয়
"দিব্যলোকে আমি গমন করি।"
এবার আপনিই বিচার করুন......
☞আসুন বেদে সেই মন্ত্রটি সম্পূর্ণ দেখি
“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।
মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্
দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”
অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভিতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি)
আশা করি সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করব নিজে জানব অপরকে জানাবো।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
☞লেখকঃবিজয় বিদ্যার্থী
☀সনাতন বিদ্যার্থী সংসদ☀
0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার