Bablu Malakar

पवित्र वेद धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते

পবিত্র বেদে জাতপাত বর্ণপ্রথা বলতে কিছু নেই

নারী পুরুষ যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হোক না কেন সবাই পবিত্র বেদপাঠ করতে পারবে এবং বিয়ে ও করতে পারবে এটা ঈশ্বর পবিত্র বেদের উপদেশ প্রদান করেছেন —

য়থেমাং বাচং কল্যাণীমাবদানিজনেভ্যঃ।
ব্রহ্ম রাজান্যাভ্যাং শূদ্রায়চায়ায় চ স্বায় চারণায় চ।
প্রিয়ো দেবানংদক্ষিণায়ৈ দাতুরিহ ভুয়াসময়ং মে কামংসমৃধ্যতামুপ মাদো নমতু।।
(যজুর্বেদ, ২৬/২)

অর্থাৎ "হে মানবগণ! আমি যেভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী-পুরুষ এবং অন্যান্য সমস্ত জনগণকে এই কল্যাণদায়িনী পবিত্র বেদবাণী উপদেশ করছি, তোমরাও তেমন করো। যেমন বেদবাণীর উপদেশ করে আমি বিদ্বানদের প্রিয় হয়েছি, তোমরাও সেরূপ হও। আমার ইচ্ছা বেদবিদ্যার প্রচার হোক। এর দ্বারা সকলে মোক্ষ এবং সুখ লাভ করুক।"

ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সনাতন সমাজের এই চার বর্ণকে নিয়ে পবিত্র বেদে কি বলেছে—

“একজন জ্ঞানের উচ্চ পথে (ব্রাক্ষ্মন), অপরজন বীরত্বের গৌরবে (ক্ষত্রিয়), একজন তার নির্দিষ্ট লক্ষ্যে (পেশাভিত্তিক), আরেকজন সেবার পরিশ্রমে (শূদ্র)। সকলেই তার ইচ্ছামাফিক পেশায়, সকলের জন্যই ঈশ্বর জাগ্রত।
(ঋগ্বেদ, ১/১১৩/৬)

একেকজনের কর্মক্ষমতা ও আধ্যাত্মিকতা একেক রকম আর সে অনুসারে কেউ ব্রাক্ষ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য কেউ শূদ্র।
(ঋগ্বেদ, ৯/১১২/১)

ওঁ শান্তি! ওঁ শান্তি! ওঁ শান্তি!

শ্রী বাবলু মালাকার,
সনাতন সংস্কৃতি ও বেদ বেদান্তদর্শন প্রচারক,
সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ।

জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম,
হর হর মহাদেব।

Post a Comment

0 Comments