সনাতন ধর্ম প্রচার করা ঈশ্বরের আপনার প্রচারে প্রসার হবে—
ধর্মাদর্থঃ প্রভবতি ধর্মাৎ প্রভবতর সুখম্।
ধর্মেণ লভতে সর্য্য ধর্মসারমিদং জগৎ।।
(অরণকাণ্ড, ৯/৩০)
অনুবাদঃ— ধর্ম হতেই অর্থ এবং প্রভাব আসে, ধর্ম থেকেই সুখ উৎপন্ন হয়। ধর্মের দ্বারাই জগতে সকল অভীষ্ট বস্তুর লাভ হয়; সুতরাং এ জগতে ধর্মই প্রকৃত সারবস্তু। তাই সকলেরই ধর্মের শরণে থাকার সর্বদা চেষ্টা করা উচিত। (অরণকাণ্ড, ৯/৩০)
মহাভারতের বনপর্বে ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরক্ষার প্রয়োজনীয়তা প্রসঙ্গে ধর্মকে উদ্দেশ্য করে বলেন।
সম্পূর্ণ শ্লোকটি হল:—
ধর্ম এব হতো হন্তি ধর্মো রক্ষতি রক্ষিতঃ।
তস্মাদ্ধর্মং ন ত্যজামি মা নো ধর্মো হতো বধীৎ ।।
(মহাভারত: বনপর্ব, ২৬৭/৯২)
অনুবাদঃ— “যে ব্যক্তি ধর্ম নষ্ট করে, ধর্মই তাকে সমূলে বিনষ্ট করে দেয়। পক্ষান্তরে যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্মই তাকে সর্বদা রক্ষা করেন। তাই আমি (ধর্মরাজ যুধিষ্ঠির) ধর্মকে কখনও পরিত্যাগ করি না। কেন না, ধর্ম যদি আমার দ্বারা বিনষ্ট হয়, তবে সে ধর্মই আমাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিবে।” (মহাভারত: বনপর্ব, ২৬৭/৯২)
ধর্ম এব হতো হন্তি,
ধর্মো রক্ষতি রক্ষিতঃ ||
(মহাভারত বনপর্ব, ৩১২/১২৮)
অনুবাদঃ— ধর্মকে যদি তুমি রক্ষা করো, তবে ধর্মই তোমাকে সকল দিক থেকে রক্ষা করবে, পক্ষান্তরে যদি তুমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাও, তবে ধর্মই তোমাকে নির্মমভাবে বিনাশ করবে। (মহাভারত বনপর্ব, ৩১২/১২৮)
পবিত্র বেদমাতা বলছে বেদের জ্ঞান অর্জন করে নিজেকে মুক্ত করুন—
স্তুতা ময়া বরদা বেদমাতা প্রচোদয়ন্তাং পাবমানী দ্বিজানাম্।
আয়ুঃ প্রাণং প্রজাং পশুং কীর্তিং দ্রবিণং ব্রহ্ম বৰ্চসম্॥
মহ্যং দত্ত্বা ব্ৰজত ব্রহ্মলোকম্।
(অথর্ববেদ, ১৯/৭১/১)
শব্দার্থঃ— (প্রচোদয়ন্তাম্) প্রেরণা দাত্রী (দ্বিজানাং পাবমানী) দ্বিজদের পবিত্রকারিণী (বরদা বেদমাতা) শ্রেষ্ঠ জ্ঞানদাত্রী বেদ মাতাকে (ময়াস্তুতা) আমি স্তুতি করিয়াছি (আয়ুঃ প্রাণং প্রজাং পশুং কীর্তিং দ্রবিণং ব্রহ্ম বর্চসম্) আয়ুঃ প্রাণ, প্রজা, পশু, কীর্তি, ব্রহ্ম তেজ (মহাং দত্ত্বা) আমাকে দিয়া (ব্রহ্মলোকং-ব্রজৎ) মুক্তি লাভ কর।
অনুবাদঃ— বেদমাতা ভক্তের উক্তি-মনের উৎসাহ দাত্রী সবার মনের প্রেরণা দাত্রী, দ্বিজদের পবিত্রকারিণী, শ্রেষ্ঠ জ্ঞান দাত্রী বেদমাতাকে আমি অধ্যয়ন করিয়াছি। শ্রীভগবানের উক্তি-আয়ু, প্রাণ, প্রজা, পশু, কীর্তি, ব্রহ্মতেজ আমাতে অর্পণ করিয়া তুমি মুক্তি প্রাপ্ত হও। (অথর্ববেদ, ১৯/৭১/১)
ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক, সনাতন ধর্ম রক্ষা হোক। ধর্মকে রক্ষা করুন, ধর্মকে বুকে ধারন করুন, আপনার সন্তানকে ছোট থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন।
শ্রী বাবলু মালাকার
সনাতন সংস্কৃতি ও বেদ বেদান্তদর্শন প্রচারক,
সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম,
হর হর মহাদেব।
0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার